Summer Picnic 2023
Hey Folks, Thanks for your overwhelming participation in the CCI Annual Picnic this year. It was a fun filled outdoor event with loads of games, food, (... food and food!!), sounds of laughter, sharing of joys, dancing to your favorite music, while meeting in persons. We did grill meats, veggies all through the time until we were all tired of eating :-), along with many other things with the likes of Jhalmuri, fruits, sodas, fuchkas ... looking forward to our next gala event of 16th year celebration of Cincinnati Durga Utsav!
ঘুরে এলাম সিসিআই এর সামার পিকনিক থেকে
আজ অনেকদিন বাদে, বোধহয় ২০২৩ সালের সরস্বতী পূজোর পরে, সিসি আই (CCI) এর একটা অনুষ্ঠানে দারুন আনন্দ করে এলাম৷ আজ ছিল সি সি আই এর বার্ষিক বনভোজন বা সামার পিকনিক৷ রবিবার সকালে তাড়াতাড়ি তৈরি হয়ে হাজির হলাম পিকনিকের জায়গায়৷ শুরুতেই অঘটন - আমরা উপস্থিত হয়েছিলাম অন্য একটা জায়গায়৷ সেখানে আমাদের ব্যবস্থা আর আয়োজন প্রায় যখন তৈরি - ঠিক তখনই সেই শেল্টারের আসল দাবীদার এসে পৌঁছলেন৷ আমাদের কোনো অনুরোধই তাঁকে টলাতে পারলো না৷ ফলে আবার তল্পিতল্পা গুটিয়ে আমাদের পাড়ি দিতে হল যথাস্থানে ডুলি পার্কে৷ এরজন্য আমাদের উৎসাহ বা উদ্দিপনায় কোনো ভাঁটাই পড়লো না৷ জোরকদমে সবাই মিলে কাজে লেগে পড়লো৷ প্রথমেই মুড়ি চানাচুর আর তার সাথে ফুচকা৷ আহা যেন অমৃত! - ফুচকা দিদিমণিরা সুন্দর ভাবে আমাদের ফুচকা পরিবেশন করতে লাগলেন - কে বলবে মাত্র মাসখানেকের একটু বেশী সময় আগে কলকাতায় গিয়ে হাত দিয়ে মাখা ফুচকা খেয়েছি৷ (এখানে অবশ্য গ্লাভস পরেই মাখা হয়েছিল)৷ আশাকরি কেউ ফুচকা খাওয়ার ব্যাপারটা ভিডিও করেন নি৷ ইতিমধ্যে একদল লেগে পড়লো চিকেন, পনির এবং ভেজিটেবল গুলো গ্রিল করতে৷ আর বেগুনি দিদিমণিরা ব্যস্ত হয়ে উঠলো বেগুনি ভাজায়৷ আর তার সাথে সুস্বাদু তরমুজ৷ পিকনিক পুরো জমে উঠলো গল্প, আড্ডায় আর খাওয়া দাওয়াতে৷ ছোটো বাচ্চাদের জন্য ছিল নানারকম খেলা এবং প্রতিযোগিতা৷ সিসি আই এর অনুষ্ঠানে খাবারের কখনই অভাব হয় না, এবারেও তার ব্যতিক্রম ছিল না৷ সবাই মন ভরে নানারকম খাবার খেয়ে হৈচৈ করে কখন যে বাড়ি ফেরার সময় হয়ে গেছে বুঝতে পারলাম না৷ এরমধ্যে আমি অবশ্যই বাচ্চাদের জন্য আনা আইসক্রীমেও ভাগ বসিয়ে দিয়েছিলাম৷ আজ আমাদের সিসি আই পরিবারে অনেক নতুন সদস্যদের দেখলাম, আলাপ হল৷ অনেক মাসীমা আর মেশোমশাই দেরও৷ সবাই কে জানাই সুস্বাগতম৷ আগামী দুর্গাপূজোয় আবার সবার সাথে দেখার অপেক্ষায় রইলাম৷ আমি ধন্যবাদ জানাই আমাদের লিডারশীপ টিম, (বোর্ড অব ট্রাস্টি) কে যারা অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর অনুষ্ঠান টা আয়োজন করে আমাদের উপহার দিয়েছে৷ আর বিশেষ ধন্যবাদ জানাবো সেই সমস্ত সদস্যদের যারা এই অনুষ্ঠানে দায়িত্ব নিয়ে প্রতিটি কাজ সুষ্ঠু ভাবে পালন করেছে৷ ভীষণ ভালো লাগছে দেখে সিসি আই এগিয়ে চলছে গত ১৬ বছর ধরে এবং আশা রাখি আগামীদিনে আমাদের পরিবারের সকলের উপস্থিতি আগামী অনুষ্ঠান গুলো কে একটা নতুন মাত্রায় নিয়ে যাবে৷ বাড়ি আসার সময় মধুরেণ সমাপয়েত হল শ্রীপর্ণার তৈরি গুড়ের মিষ্টি দিয়ে৷ সকলে ভালো থাকবেন এই কামনা করি৷ 👌
- সুগত চক্রবর্তি
আজ অনেকদিন বাদে, বোধহয় ২০২৩ সালের সরস্বতী পূজোর পরে, সিসি আই (CCI) এর একটা অনুষ্ঠানে দারুন আনন্দ করে এলাম৷ আজ ছিল সি সি আই এর বার্ষিক বনভোজন বা সামার পিকনিক৷ রবিবার সকালে তাড়াতাড়ি তৈরি হয়ে হাজির হলাম পিকনিকের জায়গায়৷ শুরুতেই অঘটন - আমরা উপস্থিত হয়েছিলাম অন্য একটা জায়গায়৷ সেখানে আমাদের ব্যবস্থা আর আয়োজন প্রায় যখন তৈরি - ঠিক তখনই সেই শেল্টারের আসল দাবীদার এসে পৌঁছলেন৷ আমাদের কোনো অনুরোধই তাঁকে টলাতে পারলো না৷ ফলে আবার তল্পিতল্পা গুটিয়ে আমাদের পাড়ি দিতে হল যথাস্থানে ডুলি পার্কে৷ এরজন্য আমাদের উৎসাহ বা উদ্দিপনায় কোনো ভাঁটাই পড়লো না৷ জোরকদমে সবাই মিলে কাজে লেগে পড়লো৷ প্রথমেই মুড়ি চানাচুর আর তার সাথে ফুচকা৷ আহা যেন অমৃত! - ফুচকা দিদিমণিরা সুন্দর ভাবে আমাদের ফুচকা পরিবেশন করতে লাগলেন - কে বলবে মাত্র মাসখানেকের একটু বেশী সময় আগে কলকাতায় গিয়ে হাত দিয়ে মাখা ফুচকা খেয়েছি৷ (এখানে অবশ্য গ্লাভস পরেই মাখা হয়েছিল)৷ আশাকরি কেউ ফুচকা খাওয়ার ব্যাপারটা ভিডিও করেন নি৷ ইতিমধ্যে একদল লেগে পড়লো চিকেন, পনির এবং ভেজিটেবল গুলো গ্রিল করতে৷ আর বেগুনি দিদিমণিরা ব্যস্ত হয়ে উঠলো বেগুনি ভাজায়৷ আর তার সাথে সুস্বাদু তরমুজ৷ পিকনিক পুরো জমে উঠলো গল্প, আড্ডায় আর খাওয়া দাওয়াতে৷ ছোটো বাচ্চাদের জন্য ছিল নানারকম খেলা এবং প্রতিযোগিতা৷ সিসি আই এর অনুষ্ঠানে খাবারের কখনই অভাব হয় না, এবারেও তার ব্যতিক্রম ছিল না৷ সবাই মন ভরে নানারকম খাবার খেয়ে হৈচৈ করে কখন যে বাড়ি ফেরার সময় হয়ে গেছে বুঝতে পারলাম না৷ এরমধ্যে আমি অবশ্যই বাচ্চাদের জন্য আনা আইসক্রীমেও ভাগ বসিয়ে দিয়েছিলাম৷ আজ আমাদের সিসি আই পরিবারে অনেক নতুন সদস্যদের দেখলাম, আলাপ হল৷ অনেক মাসীমা আর মেশোমশাই দেরও৷ সবাই কে জানাই সুস্বাগতম৷ আগামী দুর্গাপূজোয় আবার সবার সাথে দেখার অপেক্ষায় রইলাম৷ আমি ধন্যবাদ জানাই আমাদের লিডারশীপ টিম, (বোর্ড অব ট্রাস্টি) কে যারা অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর অনুষ্ঠান টা আয়োজন করে আমাদের উপহার দিয়েছে৷ আর বিশেষ ধন্যবাদ জানাবো সেই সমস্ত সদস্যদের যারা এই অনুষ্ঠানে দায়িত্ব নিয়ে প্রতিটি কাজ সুষ্ঠু ভাবে পালন করেছে৷ ভীষণ ভালো লাগছে দেখে সিসি আই এগিয়ে চলছে গত ১৬ বছর ধরে এবং আশা রাখি আগামীদিনে আমাদের পরিবারের সকলের উপস্থিতি আগামী অনুষ্ঠান গুলো কে একটা নতুন মাত্রায় নিয়ে যাবে৷ বাড়ি আসার সময় মধুরেণ সমাপয়েত হল শ্রীপর্ণার তৈরি গুড়ের মিষ্টি দিয়ে৷ সকলে ভালো থাকবেন এই কামনা করি৷ 👌
- সুগত চক্রবর্তি